ক্যামেরুনে গির্জায় অগ্নিসংযোগ করে পুরোহিতকে অপহরণ
ক্যামেরুনে গির্জায় অগ্নিসংযোগ করে পুরোহিতকে অপহরণ

সংগৃহীত ছবি

ক্যামেরুনে গির্জায় অগ্নিসংযোগ করে পুরোহিতকে অপহরণ

অনলাইন ডেস্ক

পশ্চিম ক্যামেরুনে একটি গির্জায় আগুন লাগিয়ে পাঁচ পুরোহিত, একজন সন্ন্যাসী এবং দুইজন গির্জাগামীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে, গির্জা সংঘটন বামেন্ডা প্রাদেশিক এপিস্কোপাল কনফারেন্স (বিএপিইসি)।

সংবাদ মাধ্যমের তথ্য থেকে জানা যায়, শুক্রবার এনচাং গ্রামের সেন্ট মেরির গির্জাটি পুড়িয়ে দেয় অজ্ঞাত সশস্ত্র ব্যক্তিরা। অ্যাংলোফোন বিচ্ছিন্নতাবাদী এবং রাষ্ট্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এই ঘটনাটি ঘটেছে। এ সময় পাঁচ পুরোহিত, একজন সন্ন্যাসী এবং দুইজন গির্জাগামীকে অপহরণ করা হয়।

বিএপিইসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি অত্যন্ত মর্মান্তিক এবং চরম আতঙ্কের বিষয়। এনচাংকে পুড়িয়ে ফেলার বিষয়ে জানতে পেরে আমরা আতঙ্কিত। এই কাজটি সম্পূর্ণ নজিরবিহীন। ঈশ্বরের ঘর এবং ঈশ্বরের বার্তাবাহকদের বিরুদ্ধে এই জঘন্য কাজের জন্য কোন সুনির্দিষ্ট কারণ এখন পর্যন্ত, পায়নি আমরা।

ওই ঘটনার পর এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো সংঘটন। তবে দেশটিতে প্রায়ই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী দ্বারা এ ধরণের কাজ সংঘটিত হয়। এবং মুক্তিপণ দাবি করা হয়। পরে স্থানীয় নেতাদের সাথে আলোচনার করে মুক্তি দেওয়া হয় জিম্মিদের।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক