খুলনায় ইয়াসিন হত্যা: কিশোর গ্যাংয়ের আরও দুই সদস্য গ্রেপ্তার
খুলনায় ইয়াসিন হত্যা: কিশোর গ্যাংয়ের আরও দুই সদস্য গ্রেপ্তার

খুলনায় ইয়াসিন হত্যা: কিশোর গ্যাংয়ের আরও দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় শেরে বাংলা রোড এলাকায় মাছ ব্যবসায়ী ইয়াসিন আরাফাত হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে উন্নত প্রযুক্তির মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে ফরিদপুর ও খুলনার পাইকগাছা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছে মাসুদ রানা ও মো. অনি। তাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে।

এর আগে পুলিশ হত্যায় জড়িত সন্দেহে এজাহারভূক্ত আরও তিন কিশোরকে গ্রেপ্তার করে। তাদের বয়স ১৮ বছরের নীচে হওয়ায় রিমান্ডের আবেদন করা যায়নি।

র‌্যাব কর্মকর্তারা জানায়, ইয়ানিনকে হত্যার পর আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে ফরিদপুরে বোয়ালমারি চিতরবাজার এলাকা থেকে অনি ও পাইকগাছা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়।

তাদের দুজনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে মাছ ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় শুক্রবার রাতে নিহতের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনের বিরুদ্ধে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

news24bd.tv তৌহিদ