টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে নামার আগে বাংলাদেশের একমাত্র চিন্তার কারণ ছিল আয়ারল্যান্ড নারী দল। সেই দলটাকেই হারিয়ে বাছাইপর্বে শুভসূচনা করল বাংলাদেশ নারী দল। রোববার আবুধাবিতে আইরিশ নারীদের ১৪ রানে হারিয়েছে বাঘিনীরা। ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে ৬৭ রান করা বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আরব আমিরাতের আবুধাবিতে বাছাইপর্বের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলীয় ২৮ রানে ওপেনার মুর্শিদা খাতুনকে হারালেও আরেক ওপেনার শামীমা সুলতানাকে নিয়ে ইনিংস বড় করার কাজে লেগে পড়েন নিগার। একটা সময় শামীমাও বিদায় ব্যক্তিগত ৪৮ রানে।
তবে একদম শেষ বল পর্যন্ত উইকেটে ছিলেন নিগার।
সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আয়ারল্যান্ড নারী দল। মাত্র ৫ রানেই টপ অর্ডারের দুই ব্যাটারকে হারায় তারা। পরপর দুই ওভারে প্রথম বলেই উইকেট তুলে নেন সানজিদা আক্তার এবং সালমা খাতুন।
এরপর এমি হান্টার (৩৩), লরা ডিলানি (২৮) এবং এমিয়ার রিচার্ডসন (৪০) চেষ্টা করলেও বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে লক্ষ্য ছোঁয়া থেকে ১৪ রান দূরে থাকতে ১২৯ রানে থামে আয়ারল্যান্ডের রানের চাকা।
বাংলাদেশের হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন সালমা। দুটি করে উইকেট পকেটে পোরেন সানজিদা এবং নাহিদা। আইরিশরা অন্য তিনটি উইকেট খুইয়েছে রানআউটের শিকার হয়ে।
news24bd.tv/সাব্বির