টাঙ্গাইলে সড়ক অবরোধ

রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

টাঙ্গাইলে সড়ক অবরোধ

টাঙ্গাইল প্রতিনিধি

নিরাপদ সড়কের দাবিতে আজও প্রায় দেড় ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস অবরোধ করেছে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা।

রোববার সকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রথমে টাঙ্গাইল শহরের পুরাতন বাস টার্মিনালে অবস্থান নেয়। সেখানে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাসে গিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

এতে মহাসড়কের উভয় পাশে শহস্রাধিক যানবাহন আটকা পরে। প্রায় দের ঘণ্টা পর জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা দোষীদের দ্রুত বিচার ও নিরাপদ সড়কের দাবি জানায়। অন্যথায় আগামীতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় তারা।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন।

(নিউজ টোয়েন্টিফোর/ আতিকুর/তৌহিদ )


 

সম্পর্কিত খবর