উড়ছে নাপোলি, ধুঁকছে জুভেন্টাস

সংগৃহীত ছবি

উড়ছে নাপোলি, ধুঁকছে জুভেন্টাস

অনলাইন ডেস্ক

চলতি মৌসুমে অন্য এক নাপোলিকে দেখছে সবাই। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মতো ক্লাবকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়াই নয়, ক্লাবটি ধারাবাহিকভাবে খেলছে ভালো। তাতে আন্তর্জাতিক বিরতিরে যাওয়ার আগে সেরি আ'র লিগ টেবিলের চূড়ায় চড়েছে নেপলসের ক্লাবটি।

রোববার দিবাগত রাতে ইতালিয়ান লিগের বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানকে হারিয়ে দিয়েছে নাপোলি।

মিলানের ঘরের মাঠ ঐতিহ্যবাহী সান সিরোয় প্রথমার্ধে হয়নি কোনো গোল। দ্বিতীয়ার্ধে মাত্তেও পলিটানোর পেনাল্টি গোলে লিড পায় অতিথিরা।

ম্যাচে অবশ্য সমতা ফিরিয়েছিল মিলান। ৬৯ মিনিটে অলিভিয়ের জিরু গোল করে স্বাগতিকদের আনন্দে ভাসান।

তবে ৭৮ মিনিটে জিওভানি সিমিওনে গোল করলে কপাল পোড়ে মিলানের। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকল নাপোলি।

নাপোলি উড়তে থাকলেও জুভেন্টাস শুধু ধুঁকছে। কিছুতেই ঘুরে দাঁড়াতে পারছে না তুরিনের বুড়িরা। এবার অবনমন অঞ্চলে থাকা মনজার কাছে হেরে গেছে মাসিমিলানো আলেগ্রির শিষ্যরা। ম্যাচের ৪০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাস তারকা আনহেল ডি মারিয়া। ১০ জনের জুভেন্টাসের বিপক্ষে মনজা গোল পায় ৭৪ মিনিটে, ক্রিস্টিয়ান গিতকায়েরের গোলে। ফলে পুরো সেপ্টেম্বরে কোনো জয়ের দেখা না পেয়েই শেষ করল জুভেন্টাস।

একই রাতে হেরে গেছে জোসে মরিনিয়োর রোমাও। তাদেরকে ঘরের মাঠেই হারের স্বাদ দিয়েছে আটালান্টা। অতিথিদের হয়ে ম্যাচে একমাত্র গোলটি করেন জর্জিও স্কালভিনি। এ ছাড়াও লাৎজিও ৪-০ গোলে জিতেছে ক্রেমনেসের বিপক্ষে। ইন্টার মিলানও দেখেছে হার। উদিনেস তাদের হারিয়েছে ৩-১ গোলে।

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ৭ রাউন্ড শেষে সেরি আয় ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আটালান্টা। ইন্টারকে হারানো উদিনেস ১৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। চারে ও পাঁচে থাকা লাৎজিও এবং মিলানের পয়েন্ট সমান ১৪। ১ পয়েন্ট কম নিয়ে রোমা আছে ছয়ে। সাতে থাকা ইন্টারের পয়েন্ট ১২। অন্যদিকে, ধুঁকতে থাকা জুভেন্টাসের পয়েন্ট মাত্র ১০। তারা আছে অষ্টম স্থানে।

news24bd.tv/সাব্বির