নাইজেরিয়ায় লাসা জ্বরে মৃতের সংখ্যা বেড়ে ১৭১

সংগৃহীত ছবি

নাইজেরিয়ায় লাসা জ্বরে মৃতের সংখ্যা বেড়ে ১৭১

অনলাইন ডেস্ক

নাইজেরিয়া রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (এনসিডিসি) রোববার বলেছে, সারা দেশে সংক্রমণ কমানোর জন্য সরকারের পদক্ষেপ সত্ত্বেও নাইজেরিয়ায় লাসা জ্বরে মৃতের সংখ্যা বেড়ে ১৭১-এ পৌঁছেছে।

সবশেষ লাসা জ্বর পরিস্থিতি প্রতিবেদনে এনসিডিসি জানায়, বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৬৬৬০ টি সন্দেহভাজন মামলা রেকর্ড করা হয়েছে। যার মধ্যে মোট ৯১৭টি নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে গত ৫ থেকে ১১ সেপ্টেম্বর আটটি নতুন রোগী শনাক্ত হওয়া গেছে।

যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

দেশটির জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ‘সবচেয়ে জনবহুল আফ্রিকান দেশের ৭৭৪টি স্থানীয় সরকার এলাকার মধ্যে ১০২টি এলাকার ২৫টি রাজ্যে এই জ্বর নিশ্চিত হওয়া গেছে। যেখানে ১৭১ জনের মৃত্যু হয়েছে। এই জ্বরে মৃত্যুর হার ১৮.৬ শতাংশ।

আক্রান্তদের বয়স সাধারণত ২১-৩০ বছরের মধ্যে। ’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ‘লাসা জ্বর হল একটি তীব্র ভাইরাল হেমোরেজিক অসুস্থতা যা লাসা ভাইরাস দ্বারা সৃষ্ট, ভাইরাসটি অ্যারেনাভাইরাস পরিবারের সদস্য। মানুষ সাধারণত সংক্রামিত ম্যাস্টোমিস ইঁদুরের প্রস্রাব বা মল দ্বারা দূষিত খাবার বা গৃহস্থালির সামগ্রীর সংস্পর্শে আসার মাধ্যমে লাসা ভাইরাসে সংক্রমিত হয়। পশ্চিম আফ্রিকার কিছু অংশে ইঁদুর জনগোষ্ঠীর মধ্যে এই রোগটি স্থানীয়। ’

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক