কোস্টারিকায় ভূমিধসে বাস বিধ্বস্ত, নিহত ৯

সংগৃহীত ছবি

কোস্টারিকায় ভূমিধসে বাস বিধ্বস্ত, নিহত ৯

অনলাইন ডেস্ক

কোস্টারিকাতে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে দুর্ঘটনার শিকার হয়েছে একটি বাস। এতে মৃত্যু হয়েছে নয়জনের। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৫৫ জনকে।

দেশজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে কোস্টারিকার রাজধানী সান জোসে থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে ক্যামব্রোনেরো রুটে ভূমিধসের সৃষ্টি হয়।

এতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে বিধ্বস্ত হয়।

দমকলকর্মী ও দেশটির রেড ক্রস জানিয়েছে, ‘দুর্ঘটনায় নয়জন মারা গেছে। কর্তৃপক্ষ ৫৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ভারী বর্ষণে মারাত্মক ক্ষতির কারণে শত শত পরিবারকে সরিয়ে নিতে হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া ইনস্টিটিউট রোববার টুইটারে জানিয়েছে, ‘উপকূলীয় অঞ্চলে তীব্র বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ’

কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেস তিন দিনের শোক ঘোষণা করে বলেন, ‘অনেক পরিবার তাদের কাছের মানুষজনদের হারিয়েছে। অনেকের অনেক ক্ষতি হয়েছে। বিষয়টি সত্যিই দুঃখজনক এবং উদ্বেগজনক। আমরা তাদের পরিবারে মঙ্গল কামনা করি। ’

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক