আর্মেনিয়ায় আজারবাইজানের 'অবৈধ' হামলার নিন্দা ন্যান্সি পেলোসির
আর্মেনিয়ায় আজারবাইজানের 'অবৈধ' হামলার নিন্দা ন্যান্সি পেলোসির

সংগৃহীত ছবি

আর্মেনিয়ায় আজারবাইজানের 'অবৈধ' হামলার নিন্দা ন্যান্সি পেলোসির

অনলাইন ডেস্ক

আর্মেনিয়াকে মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি। একইসাথে আজারবাইজানের প্রতি নিন্দা জানিয়েছেন তিনি। এদিকে 'অপ্রমাণিত এবং অন্যায় অভিযোগ' শান্তি প্রচেষ্টার জন্য একটি গুরুতর আঘাত মন্তব্য করে পেলোসির প্রতি নিন্দা জানিয়েছে আজারবাইজান।

এই সপ্তাহে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়।

এতে বেসামরিক নাগরিক সহ ২০০ বেশি মানুষ নিহত হয়েছে। দুই দিনের তীব্র লড়াইয়ের পর বুধবার একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এমন সময়ে আর্মেনিয়া সফর করেছেন পেলোসি। রবিবার রাজধানী ইয়েরেভানে এক ভাষণে তিনি বলেন, ‘আর্মেনিয়ান ভূখণ্ডে অবৈধ এবং মারাত্মক  হামলা’ চালাচ্ছে আজারবাইজান।

তিনি আরও বলেন, ‘আমরা এই হামলার তীব্র নিন্দা করছি। ’ 

পেলোসি বলেন, আর্মেনিয়ার প্রতিরক্ষায় প্রয়োজনী রসদ সম্পর্কে জেনেছি। এই সংঘাতকে ‘গণতন্ত্র এবং স্বৈরাচারের মধ্যে একটি বিশ্বব্যাপী সংগ্রাম’ উল্লেখ করে তিনি বলেন,  যুক্তরাষ্ট্র  আর্মেনিয়াকে সমর্থন করতে চায়।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দেশটির বিরুদ্ধে পেলোসি যে ‘অপ্রমাণিত ও অন্যায্য’ অভিযোগ করেছেন তা গ্রহণযোগ্য নয়। পেলোসিকে আর্মেনীয়পন্থী রাজনীতিবিদ হিসাবে মন্তব্য করা হয়েছে বিবৃতিতে।

উল্লেখ্য, প্রাক্তন সোভিয়েত দেশদুটির মধ্যে নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে এক দশকের পুরনো দ্বন্দ্ব চলছে। অঞ্চলটি আজারবাইজানের মধ্যে অবস্থিত আর্মেনিয়ান ছিটমহল যা ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়া সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

news24bd.tv/আজিজ