শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানে আহত ১৪৬

সংগৃহীত ছবি

শক্তিশালী ভূমিকম্পে তাইওয়ানে আহত ১৪৬

অনলাইন ডেস্ক

৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে তাইওয়ানে একজন নিহত ও ১৪৬ জন আহতের খবর পাওয়া গেছে। রোববার স্থানীয় সময় দুপুর ২ টা ৪৪ মিনিটে দক্ষিণ-পূর্ব তাইওয়ানে উত্তরে সাগরের দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এরপর তাইপে কর্তৃপক্ষ সুনামির সতর্কতা জারি করলেও বর্তমানে উঠিয়ে নেওয়া হয়েছে সেটি।

তাইওয়ান আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ‘কম জনবহুল দক্ষিণ-পূর্ব অংশে আঘাত হানে ভূমিকম্পটি।

এতে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে দোকান ধসে পড়ে। এছাড়াও ভূমিকম্পের ফলে পাহাড়ের রাস্তায় শত শত লোক আটকা পড়েছে। ’

তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, ‘ভূমিকম্পে একজনের মৃত্যু হয়েছে এবং ১৪৬ জন আহত হয়েছে। ইউলিতে ধসে পড়া একটি বিল্ডিং থেকে চারজনকেই উদ্ধার করা হয়েছে।

এছাড়াও অনেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ৬০০ জনেরও বেশি মানুষ চিক এবং লিউশিশি পাহাড়ি এলাকায় অবরুদ্ধ আছে। রাস্তার কারণে আটকা পড়েছে তারা। তবে সেখানে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা রাস্তাগুলি পুনরায় চালু করার জন্য কাজ করছে। ’

উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত হওয়ায় বেশ ভূমিকম্প প্রবণ। ২০১৬ সালে দক্ষিণ তাইওয়ানে একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল। এছাড়াও ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার ভূমিকম্পে দেশটিতে ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক