রাশিয়ার বিমান হামলায় ৪৫ সিরীয় ‘জঙ্গি’ নিহত

সংগৃহীত ছবি

রাশিয়ার বিমান হামলায় ৪৫ সিরীয় ‘জঙ্গি’ নিহত

অনলাইন ডেস্ক

সিরিয়ার ইদলিব প্রদেশের শেখ ইউসুফ এলাকায় জাভাত আল-নুসরা সন্ত্রাসী সংগঠনের ঘাঁটিতে একটি গ্রুপ বিমান হামলা চালায় রাশিয়ান বিমান বাহিনী। এতে ৪৫ জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করেছে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরোধিতার পুনর্মিলন কেন্দ্রের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ এগোরভ।

মেজর জেনারেল ওলেগ এগোরভ বলেন, ‘আমাদের বিমান বাহিনী তাদের একটি অস্ত্রের ডিপো, দুটি ম্যাটেরিয়াল ডিপো ধ্বংস করেছে। এতে ফিল্ড কমান্ডার বিলাল সাইয়িদ এবং আবু দুজানা আল-দিরি সহ ৪৫ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।

তিনি আরও বলেন, ‘হামলায় নিহত জঙ্গিরা সিরিয়ার সৈন্য ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার পাশাপাশি ইদলিবে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরাসরি জড়িত ছিল। তাছাড়া, সন্ত্রাসী গোষ্ঠীর জঙ্গিরা সিরিয়ার ইদলিব ডি-এসকেলেশন জোনে একদিনে পাঁচটি আর্টিলারি হামলা চালিয়েছে। ’

এছাড়া আলেপ্পো প্রদেশে তিনটি গোলাগুলি রেকর্ড করা হয়েছে এবং আর লাতাকিয়া প্রদেশে দুটি গোলাগুলির নথিভুক্ত করা হয়েছে বলে জানান, এগোরভ।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক