গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ আবু হেনা রনি ও পুলিশের কনস্টেবল জিল্লুর রহমানের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউট এর প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তবে আশংকামুক্ত না হওয়ায় রনি ও জিল্লুর রহমানকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোমবার সকালে হাসপাতালে পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদসহ মেডিকেল বোর্ডের সদস্যরা দগ্ধদের পরিদর্শন করেন। এসময় পুলিশ প্রধান জানান, বেলুন বিস্ফোরণের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: সন্তানের জন্য দোয়া চাইলেন আবু হেনা রনির মা
১৬ সেপ্টেম্বর গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমান। গতকাল রনির চিকিৎসায় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
news24bd.tv/FA