বাকি রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতেই এ সংঘর্ষ: স্থানীয়দের অভিযোগ
বাকি রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতেই এ সংঘর্ষ: স্থানীয়দের অভিযোগ

সংগৃহীত ছবি

বাকি রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতেই এ সংঘর্ষ: স্থানীয়দের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারে অবশিষ্ট রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতেই দেশটি এ সংঘর্ষ ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন ঘুমধুমের তমব্রু সীমান্তের বাসিন্দারা। আরাকান আর্মি ও সেনাবাহিনীর যুদ্ধের প্রেক্ষিতে এ মন্তব্য করেন তারা।

অন্যদিকে, মিয়ানমারে আরাকান আর্মি ও সেনাবাহিনীর যুদ্ধে সীমান্ত এলাকার মানুষকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষায় সরকার করণীয় সবই করবে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি।

সোমবার সীমান্ত পরিদর্শনকালে তিনি বলেন, স্থানীয় ৩০০ পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হবে।

সেইসাথে পরিস্থিতি বিবেচনায় তালিকা করে বিভিন্ন স্কুলে আশ্রয় কেন্দ্র খুলে রাখা হবে বাসিন্দাদের। এদিন কুতুপালং উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বান্দরবানের জেলা প্রশাসক। পরে ঘুমধুমের তমব্রু সীমান্তেও যান তিনি।

সোমবারও থেমে থেমে মর্টার শেলের আওয়াজ পাওয়া গেছে তমব্রু সীমান্তে।

স্থানীয়রা বলছেন, প্রত্যাবাসন ঠেকানো এবং মিয়ানমারের অবশিষ্ট রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতেই এই সংঘাত। স্থানীয়রা আরও জানান, মৃত্যুভয় ও আতঙ্কের মধ্যেই জীবন যাপনের চেষ্টা করছেন তারা।

news24bd.tv/FA