মুরগীর খামারে মেছো বাঘ, পিটিয়ে মারল গ্রামবাসী

মুরগীর খামারে মেছো বাঘ, পিটিয়ে মারল গ্রামবাসী

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। রোববার রাতে উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের মধ্য জোতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করার জন্য দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতারা।

জানা যায়, শনিবার রাতে স্থানীয় আব্দুল মান্নানের মুরগীর খামারে মেছো বাঘটি আসে।

এ সময় খামারের লোকজন চিৎকার শুরু করে। পরে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে একজোট হয়ে মেছো বাঘটিকে পিটিয়ে হত্যা করে।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসার ডা. জান্নাতি খাতুন মৃত প্রাণীটিকে মেছোবাঘ হিসেবে নিশ্চিত করে বলেন, বাঘটিকে পিটিয়ে মেরা ফেলা উচিত হয়নি।

পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, প্রাণীর প্রতি মানুষ সচেতন নয় এ কারণে নির্বিচারে প্রাণী হত্যা করা হচ্ছে।

প্রাণী হত্যা যে অপরাধ সে বিষয়টি সাধারণ মানুষকে সচেতন করা প্রয়োজন। এ জন্য সরকারের জনসচেতনামূলক পদক্ষেপ নেওয়া উচিত।

news24bd.tv তৌহিদ