উইন্ডসরে রানি এলিজাবেথের কফিন, জর্জেস চ্যাপেলে প্রার্থনা শুরু
উইন্ডসরে রানি এলিজাবেথের কফিন, জর্জেস চ্যাপেলে প্রার্থনা শুরু

সংগৃহীত ছবি

উইন্ডসরে রানি এলিজাবেথের কফিন, জর্জেস চ্যাপেলে প্রার্থনা শুরু

অনলাইন ডেস্ক

উইন্ডসর প্রাসাদের গেট পেরিয়ে ভেতরে ঢুকেছে রানির কফিন। প্রাসাদে ঢোকার আগে রানির কফিন বহনকারী শবযান দেখতে পারে সাধারণ মানুষ। কারণ ভেতরে আর সাধারণের প্রবেশাধিকার থাকবে না। অনুষ্ঠানে কেবল রাজপরিবারের সদস্য, রানির ব্যক্তিগত স্টাফ এবং আমন্ত্রিতরাই শুধু যোগ দিতে পারবেন।

তবে টেলিভিশনে দেখানো হবে এই অনুষ্ঠান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রানির কফিন উইন্ডসের ঐতিহাসিক দীর্ঘ পথ ধরে প্রাসাদে পৌঁছায়। পথের দুধারে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন শত শত সামরিক সদস্য। রানিকে বহনকারী শবযান যাওয়ার সময় তারা মাথা নুইয়ে শ্রদ্ধা জানান।

দীর্ঘ শোক মিছিলে অংশ নেয় সশস্ত্র বাহিনীর তিন হাজার সদস্য। যেটা লন্ডনের অনেক বিখ্যাত স্থাপনার পাশ দিয়ে গেছে। এর আগে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যানুষ্ঠান হয়। যেখানেই রানির বিয়ে এবং অভিষেক অনুষ্ঠান হয়েছিল। রানির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন কয়েকশো রাষ্ট্রনেতা। যাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, জাপানের সম্রাট নারুহিতো, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর