নিগাররা মাঠে একত্রিত হয়ে অভিনন্দন জানালেন নারী ফুটবল দলকে

সংগৃহীত ছবি

নিগাররা মাঠে একত্রিত হয়ে অভিনন্দন জানালেন নারী ফুটবল দলকে

অনলাইন ডেস্ক

সিনিয়র দলের হয়ে দেশের জন্য বড় দুটি সাফল্যই এনে দিয়েছেন নারীরা। ২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপের মুকুট পরে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার বছর পর ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা এসেছে ওই নারীদের হাত ধরেই। আজ সাবিনারা নেপালকে ৩-১ গোলে হারিয়ে জিতেছেন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা।

ফুটবলে নারীদের অসামান্য এই অর্জনের আনন্দে ভাসছে গোটা দেশ। সর্বমহল থেকে আসছে অভিনন্দন বার্তা। তাতে অংশ নিল বাংলাদেশ নারী ক্রিকেট দলও। বর্তমানে টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে নিগার সুলতানা জ্যোতিরা।

আজ স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে বাঘিনীরা ম্যাচ শুরুর আগে সবাই মাঠে একত্রিত হয়ে শুভেচ্ছা জানিয়েছেন সাবিনাদের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায় অধিনায়ক নিগার সুলতানা মাঝে দাঁড়িয়ে বলেন, সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে আমরা অনেক আনন্দিত। অভিনন্দন বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ে এর আগে নিজেদের প্রথম ম্যাচে রোববার (১৮ সেপ্টেম্বর) আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশের মেয়েরা। স্কটল্যান্ডকে হারাতে পারলে অনেকটা নিশ্চিত হয়ে যাবে তাদের বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট।

news24bd.tv/সাব্বির