ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি, নিখোঁজ ২

সংগৃহীত ছবি

ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবি, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় ঘটেছে। এতে দুই শিশু-কিশোর নিখোঁজ হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে ৫ শিশু-কিশোর। তবে তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এদিকে ডুবুরি দল ঘটনাস্থলে গেলেও উদ্ধার করা শুরু করতে পারেনি।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রাম সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু ও কিশোর হলো- চরশাঁখচড়া গ্রামের মনির মিয়ার ছেলে ইয়াছিন (৭) ও রাহাতের ছেলে সিফাত (১৬)।

খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়।

ডুবুরি দলের টিম লিডার আমিনুর রহমান বলেন, তিন সদস্যের একটি টিম নিয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু নানা কারণে রাতে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি। তাই মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান শুরু হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, চরশাঁখচূড়া গ্রামের শিশু-কিশোররা একটি ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাহেবের চরে নৌকা বাইচ দেখতে রওনা হয়। কিন্তু নৌকাটি কিছু দূর যেতেই ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শিশু ইয়াছিন ও কিশোর সিফাত নিখোঁজ হয়।

এ ঘটনায় চরশাঁখচূড়া গ্রামের সাহিদের ছেলে ফালান (১১), রাহাতের ছেলে ইয়ামিন (৯), ছামাদের ছেলে সিয়াম (১৯) ও সারোয়ারসহ অন্তত ৫ জন আহত হয়। তাদের মধ্যে ইয়াসিন ও ফালানকে কিশোরগঞ্জ এবং সিয়ামকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/হারুন