নিহত প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিরোধিতা প্রকাশ করে বুধবার জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক ব্যক্তি। এসময় আগুন নেভানোর চেষ্টা করেন এক পুলিশ সদস্য। বর্তমানে দু’জনেই হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে, স্থানীয় গণমাধ্যম।
কিয়োডো নিউজ এজেন্সি বলছে, গায়ে আগুন লাগানো লোকটির কাছে একটি চিরকুট পাওয়া গেছে।
উল্লেখ্য, জাপানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। গত ৮ জুলাই নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি।
কিন্তু রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া জাপানে বিরল, ফলে আবের অন্ত্যেষ্টিক্রিয়ার সিদ্ধান্তটি বিতর্কিত হয়েছে। সাম্প্রতিক জরিপগুলি দেখায় যে অর্ধেকেরও বেশি জনসাধারণ এই ধারণার বিরোধী।
আবে জাপানের সবচেয়ে সুপরিচিত রাজনীতিবিদ ছিলেন। গত ২০২০ সালে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করার পরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তবে তিনি নারা অঞ্চলে উচ্চকক্ষের নির্বাচনে শাসক-দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় এক আততায়ীর গুলিতে নিহত হন তিনি। তবে আবের মৃত্যুর সন্দেহভাজনের দাবি ছিল প্রাক্তন নেতার ইউনিফিকেশন চার্চের সাথে সম্পর্ক রয়েছে। এছাড়াও গির্জা তার মাকে দেউলিয়া করেছে এবং তিনি অনুভব করেন প্রাক্তন প্রধানমন্ত্রী এটি সমর্থন করেছিলেন।
news24bd.tv/আমিরুল