সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় ১৮ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ এর সদস্যরা। গতকাল মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে ঢাকা থেকে দিনাজপুরগামী যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম রাজিব চন্দ্র ঘোষ ওরফে ইব্রাহিম খলিল (নওমুসলিম) (৩০)। সে ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণপাড়া এলাকার মৃত বিজয় চন্দ্র ঘোষের ছেলে।
র্যাব ১২ এর মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারীকে আটক করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সম্পর্কিত থাকার দায় স্বীকার করেছে। আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
news24bd.tv/রিমু