একজন রোহিঙ্গাকেও আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী  

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ছবি: সংগৃহীত)

একজন রোহিঙ্গাকেও আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী  

অনলাইন ডেস্ক

মিয়ানমারের আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল ম্যানহাটানের লোটে প্যালেস হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।  

ড. মোমেন বলেন, ‘মিয়ানমার সিমান্তে যে সংঘাত হচ্ছে, তা তাদের অভ্যন্তরীণ। ’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কী কারণে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তাকে আমেরিকায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে সরকারের কাছে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি।

’ 

এছাড়া সংবাদ সম্মেলনে জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিও তুলে ধরেন তিনি।  

এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/ইস্রাফিল