ইউক্রেনের সামরিক আগ্রাসনের জেরে বিশ্বজুড়েই চলছে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা। তবে বরাবরই স্রোতের বিপরীতে হেঁটেছে রাশিয়া। যুদ্ধে এখনও নিজেদের সেনা মোতায়েন করে রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এ যুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয় রাশিয়ার।
ইউক্রেন যুদ্ধে সামরিক ক্ষয়ক্ষতির হিসাব জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু। তিনি বলেন,‘ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ের সময় রাশিয়ার সামরিক বাহিনীর ৫ হাজার ৯৩৭ সৈন্য নিহত হয়েছেন। ’
তবে রাশিয়াকে রুখতে ইউক্রেনও লড়ে যাচ্ছে নিজেদের সীমান্ত দখল করতে। যুদ্ধে এরইমধ্যে শক্তিশালী রুশ বাহিনীর হাতে বহু ইউক্রেনীয় সেনা সদস্য মারা যাওয়ার কথা জানা গেছে।
সের্গেই শোইগুয়ের মতে সংখ্যাটা রাশিয়ার দশগুণ। তিনি বলেন, ‘আমাদের তুলনায় ইউক্রেনে নিহতের সংখ্যা দশগুণ বেশি। অর্থ্যাৎ ৬১ হাজার ২০৭ জন কিয়েভ সৈন্য নিহত হয়েছেন এ যুদ্ধে।
সূত্র:আরটি
news24bd.tv/আমিরুল