ছাদখোলা বাসে মাথায় আঘাত পেয়ে ঋতুপর্ণা হাসপাতালে 

সংগৃহীত ছবি

ছাদখোলা বাসে মাথায় আঘাত পেয়ে ঋতুপর্ণা হাসপাতালে 

অনলাইন ডেস্ক

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের শিরোপা দেশে এনে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে সাবিনা-সানজিদাদের ছাদখোলা বাস। সাফ ফুটবলে নারী চ্যাম্পিয়নদের বিজয় উদযাপন করতে রাস্তায় ভিড় জমিয়েছে সাধারণ মানুষ। উদযাপন ভাগাভাগি করে নিতে ছাদখোলা বাসের সাথে বাফুফে ভবনের দিকে এগিয়ে চলছেন তারা।

তবে এরইমধ্যে দুঃসংবাদ পেতে হলো ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে।

রাস্তায় থাকা বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন তিনি।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন সাবিনারা। সেখান থেকে মতিঝিল যাওয়ার পথে হোটেল রেডিসনের সামনে বিলবোর্ডের কোণায় খোঁচা লেগে মাথায় আঘাত পেয়েছেন ঋতুপর্ণা। তখনই টিম বাস থেকে তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

এর আগে দুপুর দুইটার দিকে বিমানবন্দরে নামলেও সব আনুষ্ঠানিকতা শেষ করতে বিকেল সাড়ে ৩টা বেজে যায়। ততক্ষণে ভিআইপি টার্মিনালের বাইরে অপেক্ষমান হাজারো ফুটবলভক্ত। কেউ ফুল নিয়ে, কেউ ফোন নিয়ে সাবিনাদের অপেক্ষায়। বাইরে ব্যান্ড পার্টির বাদ্যের তালে চলেছে উচ্ছ্বাসের বিচ্ছুরণ।

news24bd.tv/কামরুল