গাজীপুরের শ্রীপুরে র্যাবের সহকারী কর্নেল পরিচয় দিয়ে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত মিজান (২২) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জামালপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার। জানা যায়, বুধবার দুপুরে উপজেলা ভূমি অফিসে বিভিন্ন নথির শুনানি করছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার।
এসময় তার কথাবার্তায় সন্দেহ হলে ভূমি অফিসের লোকজন তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে উপস্থাপন করে। পরে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার বলেন, তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
news24bd.tv/FA