মুন্সিগঞ্জের মুক্তারপুরে পুলিশের ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতরা হলেন- জেলা ছাত্রদল কর্মী তারেক রহমান (২০) ও শাওন খান (২২) এবং ওয়ার্ল্ড যুবদল কর্মী জাহাঙ্গীর মাদবর (৩৮)।
আহত অবস্থায় তাদের সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতরা ঢামেকে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে নিয়ে আসা আহত সাওনের বন্ধু নাহিদ হোসেন বিকেলে মোটরসাইকেলে যাত্রী নিয়ে মুক্তারপুর ফেরিঘাট এলাকায় যাচ্ছিলেন। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর সংঘর্ষ চলছিল। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন।
ঢামেকে নিয়ে আসা আহত তারেকের সহকর্মী হাবিব সামি জানান, আজ বুধবার এলাকায় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি ছিল। তাদের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিআর সেল নিক্ষেপ করে। এসময় তারেক মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি।
ঢামেকের আবাসিক চিকিৎসক রেজাউল করিম জানান, জাহাঙ্গীরের নাকের হাড্ডি এবং দাঁতের অংশ ভেঙে গেছে। ডান চোখ অকেজো। তার অবস্থা আশঙ্কাজনক।
news24bd.tv/তৌহিদ