সাফজয়ী কৃষ্ণা রানীর ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি

সংগৃহীত ছবি

সাফজয়ী কৃষ্ণা রানীর ব্যাগ থেকে আড়াই লাখ টাকা চুরি

অনলাইন ডেস্ক

সাফ জয় করে ছাদখোলা বাসে বিজয় উদযাপন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল বুধবার দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাফুফে ভবন কোথাও আয়োজনের কমতি ছিল না। সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফেরা বাংলাদেশ নারী ফুটবল দলের কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে। বিমানবন্দর থেকে শোভাযাত্রায় এই ঘটনা ঘটেছে।

 

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কৃষ্ণা রানী সরকার। গতকাল বুধবার এ ঘটনা ঘটে বলেও জানান তিনি।  

তিনি বলেন, 'যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরণের আয়োজন ছিল। এ জন্য আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম।

পরে যখন লাগেজ খুলি, তখন দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরও অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর। '

শুধু তারই টাকা চুরি যায়নি। আরও কয়েকজন ফুটবলারের ব্যাগের তালা ভাঙা ছিল বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) দশরথের রঙ্গশালায় ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে ২৩ গোল করেছেন বাংলাদেশের মেয়েরা।

news24bd.tv/রিমু