উচ্ছেদ করা হচ্ছে না সাফ জয়ী মাছুরার বাড়ি

সংগৃহীত ছবি

উচ্ছেদ করা হচ্ছে না সাফ জয়ী মাছুরার বাড়ি

অনলাইন ডেস্ক

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় মাছুরার বাড়ি সরকারি জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে না বলে জানান সাতক্ষীরা জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে সাফ জয়ী দলের অধিনায়ক সালমা খাতুন ও মাছুরার পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানোর সময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূূন কবির এ কথা জানান।

জানা যায়, সকালে শহরের বিনেরপোতা এলাকায় মাছুরা খাতুনের বাড়িতে যান সাতক্ষীরা জেলা প্রশাসক। সেখানে তিনি মাছুরার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন।

এ সময়  জেলা প্রশাসক জানান, মাছুরার জন্য বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত সরকারি জমিতে নির্মাণ করা বাড়িতে থাকবে তার পরিবার। সরকারি জায়গায় থেকে তাদের উচ্ছেদ করা হবে না।
 
এ সময় জেলা প্রশাসক মাছুরাদের বাড়ি উচ্ছেদের নিশানা মুছে দেন।  

পরে জেলা প্রশাসক বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুুনের বাড়িতে যান।

ফুল দিয়ে সাবিনার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান তিনি। পরে তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক।

news24bd.tv/হারুন