সরকারকে যে পরিমাণ টাকা ভ্যাট দিল ফেসবুক

সরকারকে যে পরিমাণ টাকা ভ্যাট দিল ফেসবুক

অনলাইন ডেস্ক

নিবন্ধন নেয়ার পর ফেসবুক গত এক বছরে সরকারকে প্রায় ৩৩ কোটি টাকা ভ্যাট দিয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি আয় করেছে প্রায় ২১৮ কোটি টাকা। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন বাবদ বাংলাদেশে যে পরিমাণ ব্যবসা করছে তার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট দেয় সরকারকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সেবাদানকারী আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভ্যাট পরিশোধ করেছে ফেসবুক। দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগল। প্রতিষ্ঠানটি ১৪৭ কোটি টাকার আয়ের বিপরীতে ২২ কোটি টাকা ভ্যাট দিয়েছে।

এ ছাড়া ৩১ কোটি টাকার আয়ের বিপরীতে মাইক্রোসফট ভ্যাট দিয়েছে ৪ কোটি ৬০ লাখ টাকা।

৩০ কোটি ৩৩ লাখ টাকা আয়ের বিপরীতি অ্যামাজন ৪ কোটি ৫৫ লাখ টাকা ভ্যাট দিয়েছে এবং নেটফ্লিক্স ১৪ কোটি ৮৬ লাখ টাকা আয় করে ভ্যাট দিয়েছে ২ কোটি ২৩ লাখ টাকা।

তবে, ইউটিউবকে এখনও নিবন্ধনের আওতায় আনতে পারেনি সরকার। মূলত, ইউটিউবে দেওয়া বিজ্ঞাপনের বিল হুন্ডিতে পরিশোধিত হওয়ায় প্রতিষ্ঠানটির কাছে থেকে ভ্যাট পায় না সরকার।

news24bd.tv/কামরুল