অবশেষে জয়ের মুখ দেখল ফ্রান্স

সংগৃহীত ছবি

অবশেষে জয়ের মুখ দেখল ফ্রান্স

অনলাইন ডেস্ক

ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। চ্যাম্পিয়ন উয়েফা নেশনস লিগেরও। সেই ফ্রান্সই কি-না এবারের নেশনস লিগে প্রথম চার ম্যাচে পায়নি কোনো জয়। অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।

তবে অস্ট্রিয়াকে হারিয়ে সেই জয়খরা কাটিয়েছে দিদিয়ের দেশমের দল। শুক্রবার লিগ এ-র গ্রুপ ১-এর ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স।

প্যারিসের মাঠ স্তাদে দি ফ্রান্সে দলের জয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং অলিভিয়ের জিরু। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৬ মিনিটে ডেডলক ভাঙেন এমবাপ্পে।

জিরুর সহায়তায় ফ্রান্সকে লিড এনে দেন তিনি। এরপর ৬৫ মিনিটে ইন-ফর্ম জিরু নিজেই গোল করেন। আঁতোয়ান গ্রিজমানের পাস থেকে স্বাগতিকদের মনে স্বস্তি এনে দেন তিনি।

একই গ্রুপের আরেক ম্যাচে ডেনমার্ককে হারিয়ে গ্রুপ পর্ব প্রায় নিশ্চিত করে ফেলেছে ক্রোয়েশিয়া। ঘরের মাঠে ডেনিশদের বিপক্ষে ক্রোটদের জয় ২-১ গোলে। স্তাদিওন মাকসিমিরে ৪৯ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন বরনা সোসা। ক্রিস্টিয়ান এরিকসেন ৭৭ মিনিটে সেই গোল শোধ দেন বটে। তবে মিনিটখানেক পরেই লাভরো মায়ের ক্রোয়েশিয়ার হয়ে গোলসূচক গোলটি করেন।

এই জয়ে ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিল টপার ক্রোয়েশিয়া। ৯ পয়েন্ট নিয়ে তাদের পরেই অবস্থান ডেনমার্কের। ফ্রান্স তিনে আছে ৫ পয়েন্ট নিয়ে। ৪ পয়েন্ট নিয়ে চারে অস্ট্রিয়া। আগের রাউন্ডেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাওয়ায় অস্ট্রিয়ার বিপক্ষে জয় ফ্রান্সের জন্য স্রেফ সান্ত্বনার। সেমিফাইনালে ক্রোয়েশিয়া বলতে গেলে পৌঁছে গেছে। নিজেদের শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে জিতলেই শেষ চারের টিকিট কাটবে লুকা মদ্রিচরা। সেক্ষেত্রে ডেনমার্ক নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সকে হারালেও কোনো সমস্যা হবে না তাদের।

news24bd.tv/সাব্বির

এই রকম আরও টপিক