চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে মোহাম্মদ তারেক হোসেন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতলি গ্রামের নিজ বাড়ি থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত তারেক ওই গ্রামের রুবেল হোসেনের বড় ছেলে।
তারেকের বাবা রুবেল হোসেন বলেন, ‘অভাব-অনটনের জন্য ছেলেকে পড়ালেখা করাতে পারি নাই।
তিনি আরও বলেন, ‘আমার অভাব-অনটনের সংসারে চার সন্তান রয়েছে। এদের মধ্যে দুই ছেলে ও দুই মেয়ে। তারেক সবার বড় ছিল। ’
ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘পারিবারিক কলহে সে আত্মহত্যা করেছে। নিহতের বাবা কোনো কাজকর্ম করে না। মা বিভিন্ন জায়গায় কাজ করে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ’
news24bd.tv/মামুন