বেড়েছে ডিমের দাম, সবজির বাজার চড়া

সংগৃহীত ছবি

বেড়েছে ডিমের দাম, সবজির বাজার চড়া

অনলাইন ডেস্ক

সপ্তাহের ব্যবধানে বাজারে ডিমের দাম ডজনে বেড়েছে ১০ টাকা। চড়া রয়েছে সবজির বাজারও। কেজিতে বিভিন্ন সবজির দাম বেড়েছে ১০-২০ টাকা। এ ছাড়া বাজারে অপরিবর্তিত আছে অন্য সব পণ্যের দাম।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

বাজার ঘুরে দেখা যায়, মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১৩৫ টাকা। আর হাঁসের ডিমের দাম ১৬৫ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এ ছাড়া কোয়েল পাখির ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

বেসরকারি চাকরিজীবী নাজমুল বলেন, ‘বাজারে এক হালি ডিম কিনতে হচ্ছে ৪৮ টাকায়। আর পাড়ার দোকানে দাম পড়ে যাচ্ছে ৫০ টাকা। অর্থাৎ একটি ডিম ১২ টাকা ৫ পয়সায় কিনতে হচ্ছে। দোকানদারদের জিজ্ঞেস করলে বলে, মালের দাম বাড়তি যাচ্ছে। ’

এ দিকে বাজারে বেড়েছে সবজির দাম। শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। লম্বা বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। গোল বেগুন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি। টমেটো ১৩০, সিম ২৪০, করলা ৮০, চাল কুমড়া পিস ৬০, পটল ৬০, ঢেঁড়স ৭০, বটবটি ‌৮০, ধুনধুল ৬০ ও চিচিঙ্গা ৬০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

প্রতি পিস লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। সবচেয়ে কম দামে বাজারে বিক্রি হচ্ছে পেঁপে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কাঁচামরিচের প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এ ছাড়া কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়। লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ -২০ টাকা। শুকনা মরিচের কেজি ৪০০-৪৫০ টাকা। প্রতি আঁটি লাল শাক ২৫ টাকা, ডাটা শাক ২৫ টাকা আর পুই শাক বিক্রি হচ্ছে ৩৫ টাকায়।

প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা আর খাসির মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা দরে। ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা বেড়ে হয়েছে ১৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৭০ টাকা। এছাড়া লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

প্রতি কেজি তেলাপিয়া ২০০ টাকা, রুই ২৫০ টাকা, পাঙাশ ১৬০ টাকা, সিলভার কার্প ১৪০ টাকা, শিং মাছ আকার ভেদে ৫০০-৭৫০ টাকা এবং চিংড়ি মাছ ৬০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক