আল-আকসা মসজিদের পরিচালকের নথিপত্র জব্দের অভিযোগ

সংগৃহীত ছবি

আল-আকসা মসজিদের পরিচালকের নথিপত্র জব্দের অভিযোগ

অনলাইন ডেস্ক

আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানিকে আটকের পর ছেড়ে দিয়েছে ইসরায়েলের পুলিশ। এর আগে তার বাড়ি থেকে নথিপত্র জব্দ করা হয়।  

জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানির বাড়িতে অভিযান চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় পুলিশ তার বাড়িতে নথিপত্র খুঁজতে থাকে।

তার ল্যাপটপ ও অন্যান্য নথিপত্র ‘জব্দ’ করে পুলিশ।

অভিযানে সময় কিসওয়ানিকে আটক করে থানায় নেওয়া হয়। কয়েক ঘণ্টা আটকে রেখে পরে ছেড়ে দেওয়া হয় বলে জানান তার প্রতিবেশীরা।

শেখ ওমর আল-কিসওয়ানি সব সময় ইসরাইলি ষড়যন্ত্রের বিষয়ে সোচ্চার ছিলেন।

কিছু দিন আগেও গোটা বিশ্বের মুসলমানকে আল-আকসা মসজিদ ঘিরে ইসরাইলি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন তিনি। ধারণা করা হচ্ছে, এসব কারণে তাকে আটক করা হয়েছিল।

সম্প্রতি পূর্ব জেরুজালেম থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আগামী কয়েক সপ্তাহের জন্য আল-আকসা মসজিদ থেকে দূরে থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

news24bd.tv/হারুন