গাজীপুরে ইজিবাইকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত দুজন সম্পর্কে নানি-নাতনি বলে জানা গেছে। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ দুইজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে টঙ্গীর সিলমুন ক্যাথারসিস হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন রাইসার মা রিতা আক্তার (২৩) এবং ইজিবাইকচালক রুবেল মিয়া (৩২)। তাদেরকে ক্যাথারসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ‘মেয়ে রিতা ও নাতনি রাইসাকে নিয়ে ইজিবাইকে জয়দেবপুর থেকে টঙ্গীর মরকুন এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন রওশন আরা।
তিনি আরও জানান, ‘ট্রাকটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ’
news24bd.tv/আজিজ