ভারত সফরে যাচ্ছে মুমিনুল-মিঠুনরা

সংগৃহীত ছবি

ভারত সফরে যাচ্ছে মুমিনুল-মিঠুনরা

অনলাইন ডেস্ক

কদিন আগেই আর্থিক জটিলতায় আফগানিস্তানের বিপক্ষে ‘এ’ দলের সফর বাতিল করেছে বাংলাদেশ। তবে জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটারদের নিয়ে তৈরি ‘এ’ দলকে ভারত সফরে পাঠানোর কথা ভাবছে বিসিবি। আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে ‘এ’ দলের ভারত সিরিজের সময়সূচী।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল হওয়ার পর থেকেই এনসিএলে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিল ‘এ’ দলের ক্রিকেটাররা।

তবে এনসিএল নয়, ভারতের চেন্নাইয়ের রঞ্জি দলের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী মাসেই ভারত উড়াল দিবে ‘এ’ দলের ক্রিকেটাররা।

জানা গেছে, চেন্নাইয়ের রঞ্জি দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। যদিও সিরিজের সময়সূচী চূড়ান্ত নয়।

আগামী মাসে ‘এ’ দলের ভারত সিরিজ থাকায় মুমিনুল-মিঠুনদের দেখা যাবে না এনসিএলে। বাংলাদেশ ‘এ’ দলে থাকা ক্রিকেটারদের প্রথম প্রায়োরিটিই থাকবে ‘এ’  দল। সে কারণে এ সিরিজের বাংলাদেশ দলে যারা থাকবেন, তারা এনসিএলে খেলবেন না।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছে বাংলাদেশ ‘এ’ দল। সে খানে পারফর্ম করায় প্রথমে এশিয়া কাপ ও পরে অস্ট্রেলিয়ার টি২০ বিশ্বকাপের দলে জায়গা হয়েছে সাব্বির রহমানের। সৌম্য সরকারও আছেন জাতীয় দলের খুব কাছাকাছি।

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক