যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের ককটেল হামলায় মিলন হোসেন নামে সাবেক এক ইউপি মেম্বর গুরুতর আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার রাতে ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের কলাগাছি মোড়ে এ ঘটনা ঘটে।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, শার্শা উপজেলার উলসী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বর মিলন হোসেন মোটর সাইকেল নিয়ে যশোরে আসছিলেন ঝিকরগাছা উপজেলার কলাগাছি বাস স্টান্ডে এসে পৌছালে চারটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বত্ত এসে তাকে লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্তের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি। আহত মিলন হোসেন জানান, উলসী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির নির্বচনকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনা ঘটেছে।
news24bd.tv/আজিজ