ভোলায় কোমরের অংশ জোড়া লাগা অবস্থায় দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে মনি মুক্তা (২২) নামের এক নারী ওই দুই যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মনি মুক্তা ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা।
মুক্তার স্বামী সাইফুল ইসলাম বলেন, ‘শুক্রবার সকালে তার স্ত্রীর প্রসববেদনা উঠলে দ্রুত তাকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করানো হয়।
তিনি আরও বলেন, ‘দুই মাস আগে তিনি মনি মুক্তাকে ঢাকায় ডাক্তার দেখিয়েছিলেন। তখন ডাক্তার আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট দেখে তাকে জানিয়েছিলেন গর্ভে উল্টো অবস্থায় যমজ শিশু আছে। এছাড়াও বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরেও মনি মুক্তাকে আল্ট্রাসনোগ্রাম করা হয়।
ডা. জান্নাত ই আলম বলেন, ‘সাধারণত, নারীদের গর্ভে সন্তানের অবস্থান কেমন সেটা জানতে হলে ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকাবস্থায় আল্ট্রাসনোগ্রাম করতে হয়। তাহলে বাচ্চা জোড়া লাগানো কিনা সেটা নিশ্চিত হওয়া যায়। মনি মুক্তা যথাসময়ে আল্ট্রাসনোগ্রাম করেনি। তার আল্ট্রাসনোগ্রামে বিলম্ব ছিল। যার ফলে তার আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে যমজ শিশু থাকার বিষয়টি এসেছে, কিন্তু শিশু দুইটি যে জোড়া লাগানো তা আসেনি। ’
বর্তমানে দুই নবজাতক ও মা মনি মুক্তা সুস্থ আছেন। নবজাতক দুটির উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার পরামর্শ দিয়েছে জান্নাত ই আলম ও ভোলার সিভিল সার্জন।
news24bd.tv/আমিরুল