উখিয়ায় সাগর থেকে ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

উখিয়ায় সাগর থেকে ১৯ রোহিঙ্গার লাশ উদ্ধার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শতাধিক রোহিঙ্গা নিয়ে উখিয়ায় বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সৈকতের পাতুয়ারটেক এলাকা থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয়।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে নৌকাটি ইনানী বিচের দিকে আসছিল। উদ্ধার হওয়া লাশের মধ্যে ১০ জনই শিশু।

বাকিরা বয়স্ক নারী। পরে লাশগুলো মর্গে নিয়ে যায় পুলিশ। নির্মম এ ঘটনার পেছনে একটি দালাল চক্রের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে জানিয়েছেন জীবিত উদ্ধার হওয়া রোহিঙ্গারা। বৃহস্পতিবার বিকেল থেকে ১৭ লাশ উদ্ধারের পর রাত ৯টায় ভাটার কারণে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
আজ সকালে জোয়ার শুরু হলে আবার অভিযান চালিয়ে আরও দুই লাশ উদ্ধার করা হয়।  

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈন উদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ইনানি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আর জীবিতদের উদ্ধার করে কক্সবাজার ও  উখিয়া হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

সম্পর্কিত খবর