এ বছর দেশের ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা 

পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

এ বছর দেশের ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা 

নিজস্ব প্রতিবেদক

এ বছর সারা দেশের ৩২ হাজার ১৬৮ স্থানে দুর্গাপূজার আয়োজন হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকেশ্বরী পূজা মণ্ডপে সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে ২১টি নির্দেশনা দেওয়া হয়েছে।  

পূজার প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার জানান, এ বছর ৫০টির বেশি জায়গায় বেড়েছে পূজা মণ্ডপের সংখ্যা। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রতিটি মণ্ডপে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

গতবছর দেশের ৬৬টি স্থানে পূজামণ্ডপে হামলার ঘটনা ঘটেছে। এ বছর যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এই আহ্বান জানিয়ে অপরাধিদের শাস্তি দাবি করেন সংগঠনটির সভাপতি।
জে এল ভৌমিক।  

গত পহেলা অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা।

দেবীর আগমনে উৎসবের রঙে আনন্দে মাতবেন সনাতন ধর্মাবলম্বীরা।  

রং তুলির আঁচরে দেবী মূর্তিকে সাজিয়ে তুলছেন শিল্পীরা। ক’দিন বাদেই পূজা, চলছে শেষ মুহূর্তের কাজ। পিতৃপক্ষের শেষে দেবীর আগমনি বার্তা। শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে ভক্তরা মর্তে আমন্ত্রণ জানাবেন মা দুর্গাকে। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার ক্ষণগণনা।

এই রকম আরও টপিক