চাঁদনি চক মার্কেটে নকল চাবি বানিয়ে স্বর্ণের দোকানে চুরি, মামলা

প্রতীকী ছবি

চাঁদনি চক মার্কেটে নকল চাবি বানিয়ে স্বর্ণের দোকানে চুরি, মামলা

নিজস্ব প্রতিবেদক

নিউ মার্কেটের চাঁদনি চক মার্কেটের সততা জুয়েলার্সে নকল চাবি বানিয়ে স্বর্ণ চুরির অভিযোগ উঠেছে কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী দোকান মালিক স্বপন চৌধুরী।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে স্বপন নিজে বাদি হয়ে নিউ মার্কেট থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে নিউ মার্কেট এলাকার চাঁদনি চক মার্কেটে সততা জুয়েলার্স নামে জুয়েলারির দোকান দিয়ে আসছেন স্বপন চৌধুরী।

পাশের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো ফরহাদ হোসেন নামে এক কিশোর। ২ বছর ধরে ওই দোকানে কাজ করার সুবাদে স্বপন নিজের দোকানের শাটার খোলা ও বন্ধের কাজ দেন ফরহাদকে। এ জন্য মাসিক ২ হাজার টাকা পারিশ্রমিকও দিতেন।

কিন্তু কাজে ফাঁকি দেয়ার অভিযোগে ফরহাদকে চাকরীচ্যুত করেন পাশের দোকানদার।

এরপর দুই দোকানের কাজই বন্ধ করে দেয় ফরহাদ। গত ১১ সেপ্টেম্বর স্বপন তার জুয়েলারির দোকান খুলতে গিয়ে দেখেন ডিসপ্লেতে বেশ কিছু স্বর্ণের অলঙ্কার নেই। মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গিয়ে কারিগরি ত্রুটির কারণে ব্যর্থ হন তিনি। পরবর্তীতে ২১ তারিখ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এদিনও বেশ কিছু স্বর্ণালংকার খোয়া গেছে বলে অভিযোগ স্বপনের।

এরপর মার্কেটের সিসিটিভি ফুটেজ অনুসন্ধানে দেখা যায়, ১১ তারিখ সকালে অভিযুক্ত ফরহাদ আরও দুই জনকে সাথে নিয়ে নকল চাবি দিয়ে দোকান খুলে ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া কানের দুল, একজোড়া স্বর্ণের ঝুমকা চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৩৩ হাজার টাকা।  ১৯ সেপ্টেম্বরও একই কায়দায় দোকানে চুরি হয়েছে বলে সন্দেহ করছেন দোকান মালিক স্বপন। এদিন সর্বমোট ১০ লক্ষ ৭৩ হাজার টাকা খোয়া গেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার অফিসার ইনচার্জ। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।

news24bd.tv/FA