ভোট দিতে মিলতে হবে দশ আঙুলের ছাপ

প্রতীকী ছবি

ভোট দিতে মিলতে হবে দশ আঙুলের ছাপ

আরিফুল ইসলাম

দশ আঙুলের ছাপ না থাকলে আগামী নির্বাচনে ভোট দেয়া যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানুয়ারিতে নতুন করে আঙুলের ছাপ নেয়া হবে বলেও জানিয়েছে সরকারি এ প্রতিষ্ঠানটি।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর বলেছেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ফিঙ্গার প্রিন্ট আপডেট করবে ইসি। হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ফলে যারা ১০ আঙুলের ছাপ দেয়নি, জানুয়ারি থেকে তাদের ১০ আঙুলের ছাপ নেয়া হবে।

চলতি বছরের পহেলা মে থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ছয় জেলায় তিন ক্যাটাগরিতে এনআইডি সংশোধনের আবেদন জমা পড়ে ৪ লাখ ৮ হাজার ৯শ’ ৮৭টি। এর মধ্যে নিষ্পত্তির সংখ্যা ৩ লাখ ৬৪ হাজার ৬শ’ ২৪টি। নতুন ভোটার আবেদন এবং এনআইডি সংশোধনের ক্ষেত্রে কী ধরণের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তা নিয়ে কথা বলেন ঢাকা অঞ্চলের কর্মকর্তারা।

সমন্বয় সভায় ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, দশ আঙুলের ছাপ আপডেট না থাকলে আগামী নির্বাচনে ইভিএমে ভোট দিতে পারবেন না তারা। এসময় দ্বৈত ও ভুয়া ভোটার ঠেকানোর নির্দেশনা দেন তিনি। তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্রের সেবার গতি আরও বাড়াতে হবে। সেটি না করা গেলে মূলত নাগরিকরাই ক্ষতিগ্রস্ত হবেন।

news24bd.tv/FA