প্রবল বর্ষণে নাইজারে নিহত ১৭৯

সংগৃহীত ছবি

প্রবল বর্ষণে নাইজারে নিহত ১৭৯

অনলাইন ডেস্ক

চলতি বছরের জুনে শুরু হওয়া প্রবল বর্ষণে নাইজারে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭৯ জন। গত শুক্রবার দেশটির জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, সাধারণ নাগরিকদের বাড়িঘর ডুবে যাওয়া বা ভেঙে পড়ার কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে।

পশ্চিম আফ্রিকার এ দেশে অধিকাংশের বাড়ি মাটি দিয়ে তৈরি।

দেশটির মানবিক সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত সপ্তাহে জিন্ডার এলাকার আঙ্গুয়াল জুলুর জনগণের জন্য ১৮৫ ব্যাগ চাল, ১৮৫ ব্যাগ ভুট্টা এবং ১৬৬ ব্যাগ মটরশুটির দানা খাদ্য সহায়তা দিয়েছে।

নাইজারে প্রতি বছরই বর্ষাকালে ব্যাপক বৃষ্টিপাত হয়। সেই বর্ষণে হতাহতের ঘটনাও নিয়মিত। গত বছর গ্রীষ্মকালীন বৃষ্টিপাতে নাইজারে কমপক্ষে ৭৭ জনের মৃত্যু হয় এবং কমপক্ষে দুই লাখ ৫০ হাজার ৩৩১ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

news24bd.tv/সাব্বির