ধর্ষণে ব্যর্থ হওয়ায় অদিতাকে খুন: গৃহশিক্ষকের জবানবন্দী

সংগৃহীত ছবি

ধর্ষণে ব্যর্থ হওয়ায় অদিতাকে খুন: গৃহশিক্ষকের জবানবন্দী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণির ছাত্রী তাসনিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে গৃহশিক্ষক আব্দুর রহিম রনি। শনিবার রাত পৌনে আটটায় নোয়াখালী পুলিশ সুপার শহিদুল ইসলাম নিজ কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

পুলিশ সুপার জানান, ঘটনার মূল আসামী রনি ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হওয়ায় অদিতাকে হত্যা করেছে বলে স্বীকার করেছে। আসামি বিজ্ঞ চীফ জুডিশিয়াল আদালতে ফৌজদারি কার্য্যবিধি ১৪৪ ধারা মোতাবেক হত্যার দায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনার প্রতিবাদ ও ফাঁসির দাবিতে নিজ স্কুল সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকগণ মানববন্ধন ও শোক র‌্যালি পালন করছে। বিক্ষুদ্ধ হাজার মানুষের ভিড়ে উত্তাল ছিল নোয়াখালী শহর।

উলেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে জেলা শহর মাইজদীতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসমিয়া হোসেন অদিতাকে (১৪) ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। পরে নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা করেন।

 পরে পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে প্রধান আসামি সাবেক গৃহ শিক্ষক আবদুর রহিম রনি (২৫), ইসরাফিল (১৪), তার ভাই সাঈদসহ (২০) চারজনকে গ্রেপ্তার করে।  মূল আসামী আবদুর রহিম রনির ৩দিনের রিমান্ড চলছে। বাকিদেরকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

news24bd.tv/আজিজ