ক্লাসে ধমক দেওয়ায় শিক্ষককে গুলি 

সংগৃহীত ছবি

ক্লাসে ধমক দেওয়ায় শিক্ষককে গুলি 

অনলাইন ডেস্ক

ক্লাসে ধমক দেওয়ার কারণে শিক্ষককে গুলি করেছে ছাত্র। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।  

আজ শনিবার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, সীতাপুরের একটি স্কুলে গোলমাল করার জন্য এক দশম শ্রেণির ছাত্রকে বকুনি দিয়েছিলেন এক শিক্ষক।

ক্লাসের মধ্যে বকুনি হজম করলেও স্কুল থেকে বেরিয়েই ওই শিক্ষককে তাড়া করে ছাত্রটি। হাতে দেশি বন্দুক। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এমন ঘটনা।  

সিসিটিভি ফুটেছে দেখা যায়, শিক্ষক দৌড়চ্ছেন, পিছনে দেশি বন্দুক হাতে ছাত্র।

শিক্ষককে নিশানা করে পর পর তিন বার গুলি চালায় ছাত্রটি। কিন্তু তিন বারই লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। পালাতে গিয়ে আশেপাশের লোকেরা তাকে ধরে ফেলেন। ছিনিয়ে নেওয়া হয় বন্দুক।

হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ শিক্ষককে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি বিপদমুক্ত।

হাসপাতালের বিছানায় শুয়ে ওই শিক্ষক জানান, ওই পড়ুয়া যে বকুনি খেয়ে এমন কাণ্ড ঘটাবে, তা ঘূণাক্ষরেও ভাবতে পারেননি তিনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দশম শ্রেণির পড়ুয়া হাতে বন্দুক পেল কী করে তা-ও ভাবাচ্ছে পুলিশকে।  

news24bd.tv/রিমু