আগুন নিয়ে খেললে পুড়তে হবে : রিজভী

সংগৃহীত ছবি

আগুন নিয়ে খেললে পুড়তে হবে : রিজভী

অনলাইন ডেস্ক

সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা আগুন নিয়ে খেলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আগুন দিয়ে খেলতে যাইয়েন না। ভয়ংকরভাবে তাতে পুড়বেন। এভাবে খেলতে থাকলে সরকারের পরিণতি শুভ হবে না।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।  

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন, মুন্সীগঞ্জের শাওন, ভোলার আবদুর রহিম ও নূরে আলম হত্যার প্রতিবাদ এবং জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে।

প্রতিবাদ সমাবেশে রিজভী বলেন, এখানে আসার সময় অনেকে আমাকে বলেছিল জায়গাটা খুব ভালো না। আমি বলেছি, নারায়ণগঞ্জ জায়গা ভালো, এখানকার মানুষ অত্যন্ত ভালো।

আমি যখন নারায়ণগঞ্জে আসি তখন মানুষ আমাকে অভিনন্দন জানিয়েছেন। আপনারা সকলেই অতিথিপরায়ণ; তবে দুষ্ট চক্র সব জেলায় থাকে। এরা মানুষের পেট কেটে ইট ঢুকিয়ে হত্যা করে। ওরা মনে করেছে শাওনকে হত্যা করলে আমরা ভয় পাবো।  

তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের জন্য জাতিসংঘে কাঁদেন। আমরা অনেক বাংলা সিনেমাতে দেখেছি কাঁদার জন্য গ্লিসারিন দেয়। আমার মনে হয় তার ব্যাগে গ্লিসারিন থাকে। সেটা মেখে তিনি কাঁদেন। অথচ শাওনের জন্য প্রধানমন্ত্রী কাঁদে না।