রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রীর পদ হারালেন বুলগাকভ

সংগৃহীত ছবি

রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রীর পদ হারালেন বুলগাকভ

অনলাইন ডেস্ক

রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে দিমিত্রি বুলগাকভকে সরিয়ে সরকারের অন্য পদে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরা তাদের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২৪ সেপ্টেম্বর) টেলিগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, জেনারেল দিমিত্রি বুলগাকভকে প্রতিরক্ষা উপমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুলগাকভের স্থলাভিষিক্ত হবে কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ।

গত মে মাসের শেষ দিকে ইউক্রেনের মারিওপোলে ভারী রুশ হামলার নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ।

এদিকে, ২০০৮ সাল থেকে রাশিয়া উপ-প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন দিমিত্রি বুলগাকভ। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে রসদ সরবরাহের বিষয়ে বিশেষজ্ঞ তিনি। তবে ইউক্রেনে রুশ বাহিনীর পিছু হটার পর তার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছিল।

অনেক বিশ্লেষকদের মতে, ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটিই হলো অপর্যাপ্ত রসদ এবং সরবরাহ ব্যবস্থা। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে রসদ স্বল্পতায় ভুগছে রুশ সেনারা।

news24bd.tv/সাব্বির

সম্পর্কিত খবর