স্বপ্ন পূরণে জন সিনার রেকর্ড

সংগৃহীত ছবি

স্বপ্ন পূরণে জন সিনার রেকর্ড

অনলাইন ডেস্ক

জনপ্রিয় অভিনেতা ও রেসলার জন সিনা। ১৯৯৯ সাল থেকে রেসলিং করা এই কিংবদন্তি শিশুদের স্বপ্ন পূরণের একটি রেকর্ড করেছেন। খবর সিএনএনের।

মার্কিন সংবাদ মাধ্যমটি জানায়, অলাভজনক প্রতিষ্ঠান মেক-এ-উইশ ফাউন্ডেশনের মাধ্যমে অসুস্থ শিশুদের স্বপ্ন পূরণে অন্যান্য রেকর্ড করেছেন অভিনেতা ও রেসলিং কিংবদন্তি জন সিনা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্কিন প্রতিষ্ঠানটি জানায়, জন সিনা ৬৫০ শিশুর স্বপ্ন পূরণে সাহায্য করে অনন্য কৃতি অর্জন করেছেন। এর মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখালেন তিনি।

অ্যাথলেট থেকে অভিনেতা হওয়া জন সিনা ১৯৯৯ সালে পেশাদার রেসলিংয়ে নিজের কর্মজীবন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি জনপ্রিয়তা পেতে থাকেন।

রেকর্ড ১৩ বার ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই রেসলার।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেক-এ-উইশের সঙ্গে সিনার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। দুই দশক আগে ২০০২ সালে তিনি প্রথম এক শিশুর ইচ্ছা পূরণ করেন। আমরা একসঙ্গে জটিল রোগে আক্রান্ত শিশুদের জন্য জীবন পরিবর্তনে কাজ করি।

news24bd.tv/মামুন

এই রকম আরও টপিক