ইতালীয়দের বেশি বেশি সন্তান নেওয়ার আহ্বান পোপ ফ্রান্সিসের

সংগৃহীত ছবি

ইতালীয়দের বেশি বেশি সন্তান নেওয়ার আহ্বান পোপ ফ্রান্সিসের

অনলাইন ডেস্ক

বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহার ইতালিতে। দেশটিতে শিশু জন্মদানে আগ্রহী নয় একটা বড় অংশের। ফলে জনসংখ্যা কমছে দেশটিতে। তবে এই সমস্যা উত্তরণে দম্পতিদের সন্তান ধারণের জন্য বড় আর্থিক প্রণোদনা প্রস্তাব করেছেন পোপ ফ্রান্সিস।

রোববার দক্ষিণ ইতালিতে ভ্রমণ করেন পোপ ফ্রান্সিস। এসময় অভিবাসনসহ মূল অভ্যন্তরীণ প্রচারণার বিষয়গুলিতে আঘাতকারী একটি বার্তা দিয়েছেন তিনি।

ফ্রান্সিস ইতালীয়দের আরও সন্তান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমি ইতালীয়দের বলতে চাই, আপনারা আরও শিশু জন্ম দিন। জনসংখ্যার প্রবণতাকে বাড়াতে দম্পতিদের সন্তান ধারণের জন্য বড় আর্থিক প্রণোদনা প্রস্তাব জানায় আমি।

ফ্রান্সিস ইতালির একটি বহুবর্ষজীবী ইস্যুতেও গুরুত্ব দিয়েছিলেন, অভিবাসী এবং উদ্বাস্তুদের স্বাগত জানাতে পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, ‘অভিবাসীদের স্বাগত জানাতে হবে, সহচরী করতে হবে, প্রচার করতে হবে এবং একত্রিত করতে হবে। নতুন শিশুদের জন্য নাগরিকত্বের বিষয়টি আরও সহজ করতে হবে। ’

news24bd.tv/আমিরুল

এই রকম আরও টপিক