শচীনদের বিপক্ষে টাইগার লিজেন্ডসদের ম্যাচ পরিত্যক্ত

সংগৃহীত ছবি

শচীনদের বিপক্ষে টাইগার লিজেন্ডসদের ম্যাচ পরিত্যক্ত

অনলাইন ডেস্ক

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের চতুর্থ ম্যাচে ইন্ডিয়া লিজেন্ডসের বিপক্ষে খেলছে বাংলাদেশ লিজেন্ডস। আগের দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো লড়াই করলেও এই ম্যাচে এসে খেই হারিয়ে ফেলেছে আফতাব আহমেদ-অলক কাপালিরা।

দেরাদুনে টসে হেরে শচীনের দলের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলেছে টাইগার লিজেন্ডসরা। পরবর্তীতে জয়ের লক্ষ্যে খেলতে নামলে ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ইন্ডিয়া লিজেন্ডস ২৯ রান তুলতেই বৃষ্টি বাধায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হয়।

আগে ব্যাট করতে নেমে সেই পুরোনো রীতিতে টি-টোয়েন্টি খেলতে থাকেন বাংলাদেশের বুড়োরা। ১২ রানের ওপেনিং জুটি আসে প্রায় ৪ ওভারে। সেটি ভাঙে ৩ রান করে মেহরাব হোসেন বিদায় নিলে।

এরপর তিনে নেমে আফতাব আহমেদ ১৪ বলে ৩ চারে ২০ রান করে রানের চাকা কিছুটা সচল করেন।

তবে এই ব্যাটসম্যান ফিরে গেলে দ্রুতই আরও ২ উইকেট হারায় বাংলাদেশ লিজেন্ডস। ওপেনার নাজমুস সাদাত ফেরেন ১৬ ও অলক করেন মাত্র ৪ রান।

পাঁচে নামা ধীমান ঘোষের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৩ রান। ২টি চার ও ১টি ছয় হাঁকালেও এই রান করতে ধীমান খেলেন ২৪ বল।

শেষদিকে অধিনায়ক শরীফ ৭ বলে ১১, ডলার মাহমুদ ৯ বলে অপরাজিত ১৬ ও আবদুর রাজ্জাক ৭ বলে অপরাজিত ১৩ রান করলে ১২১ রানের সম্মানজনক স্কোর পায় টাইগার লিজেন্ডসরা।

ভারতীয় লিজেন্ডসদের মধ্যে প্রজ্ঞান ওঝা ৩৬ রানে ৩টি এবং বিনয় কুমার ও অভিমন্যু মিঠুন ২টি করে উইকেট শিকার করেন।

news24bd.tv/কামরুল