কানাডায় ঘূর্ণিঝড় ফিওনার আঘাত, বিদ্যুৎহীন হাজারো মানুষ 

সংগৃহীত ছবি

কানাডায় ঘূর্ণিঝড় ফিওনার আঘাত, বিদ্যুৎহীন হাজারো মানুষ 

অনলাইন ডেস্ক

কানাডার পূর্বাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফিওনা। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে গাছ ও বিদ্যুতের খুঁটি উড়ে গেছে। বিদ্যুৎহীন রয়েছে কয়েক হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান।

শক্তিশালী ঘূর্ণিঝড় ফিওনা প্রায় এক সপ্তাহ আগে পুয়ের্তো রিকো এবং ক্যারিবীয় অঞ্চলের অন্যান্য অংশের ওপর দিয়ে আঘাত হানার পর কানাডার দিকে এগোতে শুরু করে।

শনিবার এটি ক্যানসো ও গুইসবোরো, নোভা স্কটিয়ার মধ্যে আঘাত হানে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে লরেন্স উপসাগরের তীরবর্তী নোভা স্কটিয়ায় রয়েছে। শনিবার নোভা স্কটিয়া ও প্রিন্স এডওয়ার্ডে ফিওনা আছড়ে পড়ার পর সেখানকার দ্বীপের গাছ এবং বিদ্যুতের লাইন ভেঙে পড়েছে।

নোভা স্কটিয়ার প্রিমিয়ার টিম হিউস্টন রবিবার সকালে জানিয়েছেন, ফিওনার আঘাতে বিদ্যুৎ লাইন এবং যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

বর্তমানে তারা বিদ্যুৎ পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিচ্ছেন। তিনি বলেন, "রাস্তা পরিষ্কার করতে যা করা দরকার, তা করার জন্য কর্মীদের বলা হয়েছে।

এ ঘটনায় হতাহতের তেমন কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন হিউস্টন।

news24bd.tv/সাব্বির