পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা জজ হলেন ১১২ জন

সংগৃহীত ছবি

পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা জজ হলেন ১১২ জন

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন জেলায় দায়িত্বরত ১১২ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশে রোববার আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত বিচারকদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬-এর বেতন স্কেলের দ্বিতীয় গ্রেডে ৬২৩৫০-৭৫৮৮০ বেতনক্রমে যুগ্ম জেলা ও দায়রা জজ পদ হতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দিয়ে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নতুন কর্মস্থলে নিয়োগ/বদলি করা হলো।

পদোন্নতি পাওয়া বিচারকদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধান মনোনীত বিচারকের কাছে প্রশিক্ষণ বা ছুটি শেষে বর্তমান পদের দায়িত্ব নিয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগ দিতে হবে।

আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যেই যোগ দিতে প্রজ্ঞাপনে অনুরোধ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

news24bd.tv/আলী