নাইটক্লাবে এক অস্ট্রেলিয়ানকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ৩

সংগৃহীত ছবি

নাইটক্লাবে এক অস্ট্রেলিয়ানকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

কুয়ালালামপুরে একটি নাইটক্লাবের কাছে একজন অস্ট্রেলিয়ান ব্যক্তিকে লাঞ্ছিত করার জন্য তিনজনকে গ্রেপ্তার করেছে মালয় পুলিশ।

নাইটক্লাবটি শহরের জালান তুন রাজাকের উপর অবস্থিত। সাধারণত ব্যস্ত ও নিরাপদ সড়ক হওয়ায় এই এলাকায় মারামারি ঘটনা বিরল। তবে ২৩ সেপ্টেম্বর রাতে ঠিক কী হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, এক অস্ট্রেলিয়ানকে পাঁচ থেকে ছয়জন মারধর করেছে। এসময় রক্তাক্ত হয় ওই অজি।

ওয়াংসা মাজু জেলার পুলিশ প্রধান আশরি আবু সামার বলেন, ২৩শে সেপ্টেম্বর ভোর ৪টা ৫৪ মিনিটে ঘটনাটি ঘটেছে।

ঘটনায় মালয়েশিয়ান এবং বিদেশি উভয়ই রয়েছেন। ভুক্তভোগীর ঘাড়, ধড় এবং হাতে আঘাত ছিল। সন্দেহভাজনদের মধ্যে একজন একটি ধারালো বস্তু ব্যবহার করেছিল বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীকে কুয়ালালামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার অবস্থা স্থিতিশীল। ’

আশারি আরও বলেন, ‘অস্ত্র নিয়ে দাঙ্গার জন্য দণ্ডবিধির ১৪৮ ধারার অধীনে সংঘর্ষের তদন্ত করা হচ্ছে। তারা দোষী প্রমাণিত হলে পাঁচ বছরের জেল, জরিমানা বা উভয় শাস্তি পেতে পারেন। এ মামলায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। ’

news24bd.tv/আমিরুল