বিশ্বকাপে বুমরাহর ইয়র্কারে পা ভাঙবে ব্যাটারদের

সংগৃহীত ছবি

বিশ্বকাপে বুমরাহর ইয়র্কারে পা ভাঙবে ব্যাটারদের

অনলাইন ডেস্ক

চোটে এশিয়া কাপে খেলতে পারেনি ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। এশিয়া কাপে ভারতের সফল না হওয়ার পেছনে অন্যতম কারণ মানা হয় বুমরাহর অনুপস্থিতিকে। তবে চোট কাটিয়ে এরইমধ্যে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছেন বুমরাহ। ভারত সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।

যেখানে পেসারদের নেতৃত্বে ছিলেন বুমরাহ।

সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ এক ইয়র্কারে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের উইকেট ভেঙে দিয়েছেন তিনি। যার প্রশংসা করেছেন পাকিস্তান সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া।  

অস্ট্রেলিয়া বিশ্বকাপেও ভারতের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন বুমরাহ।

অস্ট্রেলিয়ার পেস বান্ধব কন্ডিশনে ব্যাটারদের জন্য হুমকির কারণ হতে পারেন তিনি। এমনকি বুমরাহর ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের পা ভাঙতে পারে বলেও জানিয়েছেন তিনি।

কানেরিয়া বলেন, ‘বুমরাহ ট্র্যাকে ফিরে এসেছে, প্রতিপক্ষ দলকে এখন বাড়তি সতর্ক থাকতে হবে। ওয়াইড ইয়র্কার শুরু করেছে, ১৪০ কিলোমিটারের বেশি জেরে বল করে। তারপর সে অ্যারন ফিঞ্চকে দুর্দান্ত ইয়র্কার দিয়ে আউট করলো। চাপের মুখে সে দারুণ বল করেছে। ও যেভাবে বল করছে তাতে মনে হচ্ছে বিশ্বকাপে ইয়র্কার দিয়ে প্রতিপক্ষের পা ভেঙে দেবে। ’

news24bd.tv/আমিরুল